Tor Hoye Jete Chai Lyrics (তোর হয়ে যেতে চাই) Bengali Asur | Jeet | Abir

Tor Hoye Jete Chai Lyrics (তোর হয়ে যেতে চাই) by Md irfan And Sayani Palit from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee And Nusrat Jahan. Music Composed by Amit Mitra And Song Lyrics In Bengali Written by Dipankar.

Tor Hoye Jete Chai (তোর হয়ে যেতে চাই) Songs Credits :

Song : Tor hoye jete chai
Movie : Asur
Singer : Md irfan & Sayani Palit
Music : Amit mitra
Lyrics : Dipankar
Story, Screenplay & Direction : Pavel
D.O.P. : Joydip Bose
Producers : Jeet, Gopal Madnani, Amit Jumrani
Label : Grassroot Entertainment

Tor hoye jete chai
Tor Hoye Jete Chai (তোর হয়ে যেতে চাই)  Lyrics In bengali :

আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।

ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।

নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।

হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।

জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই..
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।

Previous
Next Post »