Bhanga Dana Lyrics ( ভাঙ্গা ডানা ) Bengali | Uraan | Shreya Ghoshal | Srabanti | Shaheb | Joy Sarkar

Bhanga Dana Lyrics ( ভাঙ্গা ডানা ) by Shreya Ghoshal from Uraan bengali Movie. Featuring: Srabanti Chatterjee And Shaheb Bhattacharya. Music Composed by Joy Sarkar And Jege Jege Koto Raat Paar Kore Deowa Raat Lyrics Written by Srijato. Song Programming by Sabuj-Ashish. Mixed and Mastered by Abhijit Tenny Roy.


Bhanga Dana Lyrics ( ভাঙ্গা ডানা ) Songs Credits :

Song: Bhanga Dana

Singer: Shreya Ghoshal

Movie: Uraan
Music: Joy Sarkar
Lyrics: Srijato

Pagli Tor Pagla Koi Video Song :


Pagli Tor Pagla Koi Song Lyrics In Bengali :
ভাঙ্গা ডানা,
তবু আকাশের দিকে চোখ ।
প্রতিটি শব্দ,
অঙ্গীকারের হোক ।

ভাঙ্গা চোরা নদী,
সমুদ্রে ধাবমান ।
আমি কথা হবো,
সুর জুড়ে জুড়ে গান ।

যত রাতই হোক,
আগুন একাই জ্বলে ।
যত রাতই হোক,
আগুন একাই জ্বলে ।
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

খড়কুটো তবু,
আগলে রেখেছি ঘর ।
লেখায় লেখায়,
শান দেওয়া অক্ষর ।

সময়ের কাছে,
হার মানবো না তাই;
আঙুল বুলিয়ে,
আকাশকে ছুঁতে চাই ।

লোকে তো বলবে,
লোকে কত কিছু বলে ।
লোকে তো বলবে,
লোকে কত কিছু বলে ।
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

খোলা চুলে আজ,
ফুটে আছে যত তারা ।
তারাই বিরোধী মশালের আস্কারা ।

আছি বৃষ্টিতে, আছি বসন্ত শীতে ।
অথবা জ্বলছি এককোনা ফুলকিতে ।

আমি সেই জেদ, হেরে যাওয়া অঞ্চলে
আমি সেই জেদ, হেরে যাওয়া অঞ্চলে
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

এই উড়ে চলা, ঘরে ফিরবার নয় ।
এত ঝড় শুধু কন্যা রাশিতে সয় ।
অতলে নেমেছি, দুপায়ে ছুঁয়েছি চূড়া ।
ঘরে ঘরে আছে আমাদের বন্ধুরা ।
নেই জন্মের শহরে মফঃস্বলে ।
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

Previous
Next Post »