(তুই চল) Tui Chol Lyrics in bengali english - Somlata - Brahma Janen Gopon Kommoti

Tui Chol Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Brahma Janen Gopon Kommoti bengali movie. Music Composed by Anindya Chattopadhyay. This song Lyrics by Anindya Chattopadhyay. Music Label by WINDOWS.


Tui Chol songs Credits :

Song : Tui Chol
Movie : Brahma Janen Gopon Kommoti
Singer : Somlata Acharyya Chowdhury
Lyric & composition : Anindya Chattopadhyay
Music Label : WINDOWS

Tui Chol Video Song :



Tui Chol Song Lyrics In Bengali :

যে মেয়েটির লুকোনো তীর
সঠিক তাক করেছে পন,
সে মেয়েটির লাগেনা ভিড়
একাই হয়ে যায় একশো জন।
যে মেয়েটার কথার ধার
লাফিয়ে পার হিংসে ঢেউ,
সে মেয়েটার আমিও তার
পাশে হাঁটার গোপন কেউ।

কথা বলবে সে কাদের
কিছু ভুল আর্তনাদের,
ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,
পাশে তাদের।

তুই চল এগিয়ে চল
নিয়ে শপথ অগ্নিজল,
তুই বল চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্রবল।

আগামী ডাক দিলো তাকে
এখনই হয়েছে সময়,
বাতিল নিয়মের ফাঁকে
আলোরা হাসে নিশ্চয়।

যে মেয়েটির লক্ষ্য স্থির
ভেঙে প্রাচীর জেতার পন,
সে মেয়েটার তুমিও তার
খুব চেনা আপনজন।

কথা বলবে সে কাদের
কিছু ভুল আর্তনাদের,
ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,
পাশে তাদের।

তুই চল এগিয়ে চল
নিয়ে শপথ অগ্নিজল,
তুই বল চেঁচিয়ে বল
জিতে যাওয়ার মন্ত্রবল।

Tui Chol Song Lyrics In English :

Je Meyetir Likuye tir
sthik tar kreche pon,
se meyetir lagena vir
ekai hoye jai ekso jon.
se meyetir kotha dhar
lafiye par honse deu,
se meyetar amio tar
pashe hatar gopon keu.


Comming soon Lyrics......
Previous
Next Post »