Tomake Lyrics (তোমাকে) Parineeta Bengali movie | Shreya Ghoshal | Parineeta

Tomake (তোমাকে) Song Is Sung by Shreya Ghoshal from Parineeta Bengali Movie. Starring: Ritwick Chakraborty And Subhashree Ganguly. Music composed by And Bengali Song Lyrics written by Arko. Music Programming, Arrangement, Mix & Master by Aditya Dev.

Tomake


Tomake Lyrics (তোমাকে)  bengali song Credits :

Song : Tomake

Movie Name :  Parineeta

Singer : Shreya Ghoshal

Music & Lyrics : Arko

Directed by : Raj Chakraborty

Story : Priyanka Poddar & Arnob Bhowmik

Label : RAJ CHAKRABORTY ENTERTAINMENT


Tomake Song Video :

Tomake Song Lyrics in  bengali :

প্রাণ দিতে চাই, মন দিতে চাই

সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই

তোমাকে, ও.. তোমাকে।


স্বপ্ন সাজাই, নিজেকে হারাই

দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই

তোমাকে, ও.. তোমাকে।


জেনেও তোমার আঁখি চুপ করে থাকে

রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে

গানে, অভিসারে, চাই শুধু বারেবারে

তোমাকে, ও.. তোমাকে।

যেদিন কানে কানে সব বলবো তোমাকে

বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে।

পথ চেয়ে রই, দেরি করোনা যতই

আর ভোলা যাবেনা জীবনে কখনোই,

তোমাকে, ও.. তোমাকে।

তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,

তুমি আসলে জোনাকি রাশি রাশি

রাখি আগলে তোমায় অনুরাগে

বলো কিভাবে বোঝাই ভালোবাসি?

সব চিঠি সব কল্পনা জুড়ে

রং মিশে যায় রুক্ষ দুপুরে

সেই রং দিয়ে তোমাকেই আঁকি

আর কিভাবে বোঝাই ভালোবাসি।

হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই

সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই

তোমাকে, ও.. তোমাকে।

স্বপ্ন সাজাই, নিজেকে হারাই

আর দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই

তোমাকে, ও.. তোমাকে।


Previous
Next Post »