Tomake Chai lyrics (তোমাকে চাই) Bengali This Song Is Sung By Arijit Singh. Music Composed By Arindam Chatterjee. Featuring : Yash Dasgupta And Mimi Chakraborty.
Tomake chai |
Tomake Chai lyrics (তোমাকে চাই) Bengali Songs Credits :
Movie Name: Gangster (2016)
Singer - Arijit Singh
Music - Arindam Chatterjee
Lyrics - Prasen
Director - Birsa Dasgupta
Music Label - Shree Venkatesh Films
Tomake Chai lyrics (তোমাকে চাই) Songs in Bengali :
তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদুরে এখনও
তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদুরে এখনও
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনও
ফন্দি আটে মন পালাবার
বন্দি আছে কাছে সে তোমার
যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই
যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই
হলো শুরু সাতদিনে
এই খেলাধুলো রাতদিনের
জানি বারণ করার সাধ্যি নেই আর আমার
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি বারবার
বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছেমত আমাকে সাজাও
যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই
যদি সত্যি জানতে চাও… তোমাকে চাই তোমাকে চাই .....
ConversionConversion EmoticonEmoticon