Toke Chai Lyrics – Teko (তোকে চাই লিরিক্স টেকো) teko movie

Toke Chai Lyrics – Teko (তোকে চাই লিরিক্স টেকো) Bengali movie song Lyrics  Timir Biswas | Bengali Song Lyrics 2019.

Toke Chai

Toke Chai Lyrics – Teko (তোকে চাই লিরিক্স টেকো)  bengali song Credits :

Title: Toke Chai
Singer: Timir Biswas
Lyricist: Ritam Sen
Music: Savvy
Programmed by: Kuntal De
Guitar: Souvik Dey
Sitar: Rahul Chatterjee
Mixed and Mastered by Subhadeep Mitra
Recorded at Dbjunction, Kolkata

Toke Chai-teko movie Song video :

Toke Chai Lyrics – Teko (তোকে চাই লিরিক্স টেকো) in bengali:

খামখেয়ালি চিন্তারা,
তোর নেশাতে দেয় সাড়া ।
বেহিসাবি মন মেজাজে,
তোর খেয়ালে পথ হারায় ।

একমুঠো আবিরের লালে
হৃদয়ে লুটতরাজ ।
উড়তে চায়, তোকে পেলে সে
আদরেরই পক্ষীরাজ ।

রাঙা পলাশে
যদি ডাক আসে
তোর আকাশে
ভেসে যাই

আলো আঁধারে
নীল পাহাড়ে
পাতা বাহারে
তোকে চাই

তোকে চাই…

এক পলকে সব হারিয়ে যাবে
দু’পলকে চোখ জুড়িয়ে যাবে
অন্য মনে ওড়না উড়ে যাবে তোর ।

স্কুল পালানো গল্পগুলো তোরই
খুনসুটিতে হাসবে ইচ্ছেতরী
কলকাতাতে নামবে জাদুকরী, ভোর ।

একফালি রোদ্দুরের রঙে,
আহ্লাদের কারুকাজ ।
আশমানি পশমের সুতো,
দু’চোখ মিলেছে স্বপ্নে আজ ।

এলোমেলো দিন
ঠিকানাহীন
তোর গন্ধে লীন
হয়ে যায়

আলো আঁধারে
নীল পাহাড়ে
পাতা বাহারে
তোকে চাই

তোকে চাই…

Teko movie other song Lyrics :
Keshto Song Lyrics(কেষ্ট)
Previous
Next Post »