Neel Digante (নীল দিগন্তে) Song Is Sung by Shreya Ghoshal from Gotro Bengali Movie. Neel Digonte Bengali Song Lyrics Music composed by Anindya Chattopadhyay. Directed by Nandita Roy and Shiboprosad Mukherjee. Starring: Nigel Akkara And Manali Dey.
Neel Digante |
Neel Digante Lyrics bengali song Credits :
Song : Neel Digante
Movie Name : Gotro
Singer : Shreya Ghoshal
Composition : Anindya Chattopadhyay
Musical arrangements : Sovon Mukherjee
Mixed and mastered by : Abhijit Roy
Director : Nandita Roy & Shiboprosad Mukherjee
Produced by : Windows Production
Neel Digante Video :
Neel Digante Lyrics Song in bengali :
কিছু স্বপ্ন, কিছু মেঘলা
কিছু বই টই ধুলো লাগা,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
এ বসন্ত রাত জাগা।
মম চিত্তে, পাশ ফিরতে
আজ পলাশ ফুলের কাব্য,
নিতি নৃত্যে, ফুল ছিড়তে
শুধু তোমার কথাই ভাববো।
আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল
হৃদ মাঝারে থাক।
নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।
দিগন্তে সুরের আগুন
জ্বলছে অবুঝ ফাগুন,
করছে কি ভয়-টয়,
মন হলে নয়-ছয়;
পাতা ঝরার মরসুম।
আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।
নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
বসন্তে, নীল দিগন্তে।
কিছু স্বপ্ন, কিছু মেঘলা
চোখে চোখ রাখা এক রত্তি,
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে
মনে ইতিউতি তিন সত্যি।
তার সঙ্গে, বিভঙ্গে
দেখি কি হয়, ভালো মন্দে
কি মৃদঙ্গে, সে তরঙ্গে
এলো ঢেউ কুচ কুচ সন্ধ্যে।
আজ হাওয়া বেপরোয়া
দিলো সন্ধ্যে পাখির ঝাঁক,
এই বিকেল আর বেল ফুল,
হৃদ মাঝারে থাক।
নীল দিগন্তে,
ঐ ফুলের আগুন লাগলো, লাগলো
নীল দিগন্তে।
বসন্তে, সৌরভের শিখা জাগলো,
ConversionConversion EmoticonEmoticon